{ads}

Type Here to Get Search Results !

10 ways to make money online from Bangladesh

বর্তমানে অনলাইনে আয় একটি স্মার্ট পেশা হিসেবে পরিচিত। আমারা মোটামুটি সবাই চাই অনলাইন থেকে আয় করতে। কিন্তু কিভাবে শুরু করবো তা অনেকেই জানিনা।






আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনিও অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারেন। আমি মোটামুটি ১০ টি মাধ্যম আমাদের সাথে শেয়ার করবো। আরো অনেক অপশন আছে। আপনারা আসতে আসতে জানতে পারবেন।


তো চলুন শুরু করি 10 ways to make money online from Bangladesh। আমি শুধু মাধমে গুলো নিয়ে আলোচনা করবো আপনারা বাছাই করে এক বা একাধিক বিষয় নিয়ে কাজ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয় নিয়ে কাজ করতে।


১। ব্লগিং করে। 10 ways to make money online from Bangladesh


আপনি আমার ওশেব সাইটে এসে আমার আর্টিকেল পড়ছেন। আমার এই সাইট হচ্চে একপ্রকার ব্লগিং সাইট। যেখানে আমি  লেখছি How to make money online from Bangladesh. ঠিক তেমনি ভাবে আপনিও একটা ওয়েব তৈরি করে তাতে লিখতে পারেন। সেটা হতে পারে যে কোনো বিষয়। 


এখন আসি ইনকামের কথায়। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন তাতে লিখা লেখলেন এখন ইনকাম হবে কিভাবে? কারন এখানে ইমকাম মূল বিষয়। 

আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে মানে পাঠক যকন আপনার লেখা পড়তে আপনার ওয়েবসাইটে আসতে শুরু করবে তখন আপনি অ্যাড মিডিয়াতে এপ্লাই করবেন। যারা আপনার ওয়েব সাইটের নির্দিষ্ট সাথে অ্যাড দেখাবে এতে আপনার ইনকাম হবে।


অ্যাড মিডিয়ার মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনার ওয়েবসাইটে সব ঠিকঠাক থাকলে আপনার ইনকাম হতে থাকবে।


২। অ্যাফিলিয়েট মার্কেটিং করে। 10 ways to make money online from Bangladesh।

অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কোন প্রোডাক্ট বিক্রির মাধ্যমে কমিশন অর্জন করা। আরো সহজ করে বলি ধরুন বাজারে নতুন কোন পন্য বা প্রোডাক্ট এসেছে। প্রোডাক্টির গুনগত মান ভালো। কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট দিয়ে বললে আপনি যতো গুলো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তার থেকে ৫/১০% করে আপনাকে প্রোডাক্ট প্রতি কমিশন দেয়া হবে।


এখন আপনি ১০০০ টাকার ৫ টি প্রোডাক্ট বিক্রি করলেন যার কমিশন ১০% করে তাহলে আপনার আয় হলো ৫০০ টাকা নেহাত কম নয়। আপনার সেল যদি বেশি হয় আপনি আরো বেশি আয় করতে পারবেন।


 জনপ্রিয় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলো হলোঃ

১.অ্যামাজন অ্যাসোসিয়েট।
২. ক্লিক ব্যাংক।
৩. ই'বে।
৪.ম্যাক্স বাউন্টি।

আরো জানতে পড়ুন---↓↓

How to make money from affiliate marketing in Bangladesh ( A2Z guidelines)


৩। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।10 ways to make money online from Bangladesh।

ফ্রিল্যান্সিং বর্তমানে সময়ে সব থেকে স্মার্ট পেশা হিসেবে বিবেচনা করা হয়। কেননা এখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী সব ধরনের কাজ পাবেন। হতে পারে সেটা ওয়েব ডিজাইন, গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, টাইপিং ইত্যাদি।


এর আরো এক অ্যাডভান্টেজ হলো এখানে আপনার বস আপনি নিজেই। আপনার সুবিধা মতো আপনি কাজ করতে পারবেন। শুধু প্রয়োজন হচ্ছে একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগের।


জানপ্রিয় মার্কেট প্লেস গুলো হলোঃ

১. ফাইভার।
২. আপওয়ার্ক। 
৩. ফ্রিল্যান্স।
৪. সিম্পলি হায়ার।

আরো অনেক আছে। পরবর্তীতে এই বিষয়ে ডেডিকেটেড একটা পোষ্ট লেখার চেষ্টা করবো।


৪. ইউটিউব এর মাধ্যমে। 

ইউটিউব হচ্ছে বিশ্বের সব থেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম। এখানি কি পরিমান মানুষ ভিডিও দেখে তা বোধকরি আপনাদের বলতে হবে না। এখানে যারা ভিডিও পাবলিশ করে তাদের বলা হয় ক্রিয়েটর।


আপনি যদি ইউটিউবের নিয়ম কানুন ফলো করে ভিডিও আপলোড করেন এবং সেই সাথে অ্যাডসেন্সে অ্যাপ্রোভ নিতে পারে তবে এখান থেকে আপনিও ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।


এই বিষয়ে আপনারা ইউটিউবে ভিডিও পাবেন। পরবর্তীতে এই বিষয়ে ডেডিকেটেড একটা পোষ্ট লেখার চেষ্টা করবো।


৫. ড্রপ-শিপিং এর মাধ্যমে।

ড্রপ-,শিপিং মূলত এক প্রকারের ই-কমার্স।  কিন্তু এখানে মাজার বিষয় হচ্ছে আপনাকে কোন পন্য স্টক করতে হবেনা। আপনি যে প্লাটফর্ম ব্যবহার করবেন তারাই আপনাকে সব সরবরাহ করবে আপনি শুধু গ্রাহকদের কাছে পৌছাবেন।


এখানে আপনি একটা ই-কমার্স তৈরি করবেন সেখান গ্রাহক যদি কোন পণ্য অর্ডার করে তবে সেটা অটোমেটিক ভাবে আপনার হোস্ট সাইটে চলে যাবে। হোস্ট সাইট আপনার থেকে টাকা নিবে আর আপনি কাস্টমার থেকে।


জনপ্রিয় ড্রপ-,শিপিং সাইট গুলো হচ্ছেঃ

১. শপিফাই ড্রপ-শিপিং।
২. অ্যামাজন ড্রপ-শিপিং।
৩. প্রিন্ট- অন ড্রপ-শিপিং।

এই বিষয়ে পরবর্তীতে ডেডিকেটেড একটা পোষ্ট লেখার চেষ্টা করবো।


৬. ক্যাপচা এন্ট্রির মাধ্যমে।

ক্যাপচা এন্ট্রির মাধ্যমেও আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন। এমন কিছু ওয়েব সাইট আছে যারা আপনার মাধ্যমে ক্যাপচা সমাধান করে আপনাকে অর্থ প্রদান করবে। এটি যদিও জনপ্রিয় নয় তার পরেও আপনাদের জানিয়ে রাখলাম। অনেকে ক্যাপচা এন্ট্রির মাধ্যমে মাসে ১০০-১৫০ ডলার পর্যন্ত আয় করে থাকে।


৭.অ্যাপসের মাধ্যমে। 

হ্যা আপনি ঠিকি দেখেছেন। তবে বেশির ভাগ অ্যাপস বাংলাদেশে সাপোর্ট করেনা। আপনাদের কাছে কোনো অ্যাওয়ে চেষ্টা করে দেখতে পারেন।


জনপ্রিয় অ্যাপগুলো হলোঃ

১. গুগল অপিনিয়ন।
২. আই-পোল।

৮. অ্যাডস ক্লিক এর মাধ্যমে।

ব্যপারটা আপনার কাছে সহজ মনে হলেও আসলে সহজ নয় এবং এখানে স্ক্যামারদের উৎপাত খুবই বেশি। এখানে আপনি প্রতি  ৬০ সেকেন্ডে ১০ সেন্ট পর্যন্ত আয় করতে পারবেন। তবে এখানে অনেক রুলস রেগুলেশ ব্যপার আছে।


আপনি যদি ধৈর্যশীল হন তবে এই সকল সাইট থেকে মাসে ৫০-২০০ ডলার ইনকাম করতে পারবেন।

জনপ্রিয় সাইট গুলো হলোঃ

১. নিউবাক্স।
২.ক্লিকসেন্স 
৩. অজো।

৯. গেম খেলার মাধ্যমে।

ইদানিং অনেক গেম কোম্পানি তাদের গেম খেলার জন্য অর্থ প্রদান করে থাকে। এখানে তাদের উদ্দেশ্য হলো তাদের গেম প্রমোট করা। আপনি যদি প্রো লেবেলের প্লেয়ার হন তাহলো এই সমস্ত ক্যামপেইনে অংশগ্রহণ করে আয় করতে পারেন।


১০. অনলাইন সার্ভের মাধ্যমে। 

অনলাইনে বিভিন্ন কোম্পানির পেইড সার্ভেতে অংশগ্রহন করে আপনি আয় করতে পারেন। তবে বেশির ভাগ সার্ভে সাইট গুলো বাংলাদেশ সাপোর্ট করেন তাই আপনাকে একটু কষ্টকরে খুজে দেখতে হবে। আর একটা কথা স্ক্যামার হইতে সাবধান।


তো আজ এখানেই শেষ করছি। শীঘ্রই আসছি এমন ইন্টারেস্টিং পোষ্ট নিয়ে ।

Top Post Ad

Below Post Ad