{ads}

Type Here to Get Search Results !

How to make money from affiliate marketing in Bangladesh ( A2Z guidelines)

0

যেহেতু আপনি আমার এই পোষ্টে ক্লিক করছেন তার মানে আমি ধরে নিতে পারি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চান । আজকের পোষ্টে আপনাদের কে দেখাবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন ।





আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এতো বিস্তৃত একটা বিষয় যা আমি আপনাদের এই এক পোষ্টের মাধ্যমে শিখাতে পারবোনা । আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে পরিমান প্রতিযোগিতা তাতে করে আপনি যদি ক্রিয়েটিভ না হন তবে আপনি এগোতে পারবেননা বা সফল হতে পারবেন না । 


আপনাদের ক্রিয়েটিভ হতে বলেছি বলে হতাশ হবেন না কেননা আমরা সবাই ক্রিয়েটিভ । মূল কাজ হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি টাকে বের করে আনা । যাইহোক মূল পোষ্টে আসি ।


আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সফল হবে পারবেন । তো চলুন তাহলে শুরু করি ।


অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি ?


অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি ? কেন করবেন অ্যাফিলিয়েট ?  আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেননা ।


যারা জানেননা তাদের জন্য সহজ করে বলি । কোন প্রতিষ্ঠানের পন্য বা সেবা বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে । বোঝার সুবিধার্থে একটা উদহারন দেয়া যাক । ধরুন বাজারে কোনো একটা টেলিভিশন এসেছে যার বাজার মূল্য ২০,০০০ টাকা । কোম্পানি আপনাকে বললো তাদের টেলিভিশন যদি আপনি বিক্রি করে দিতে পারেন তবে আপনাকে প্রত্যেক টেলিভিশন হতে ১০% কমিশন দেয়া হবে ।


এখন আপনি আপনার আত্মীয়,বন্ধুবান্ধব বা পরিচিত লোকদের জানালেন । টেলিভিশন সম্পর্কে ভাল মন্দ দিক গুলো জানিয়ে তাদের মোটিভেট করে টেলিভিশনটি বিক্রি করলেন । এতে আপনার কমিশন হলে ২০০০ টাকা । 


ঠিক একই ভাবে এই কাজ গুলো আপনাকে অনলাইনে করতে হবে । কাস্টমার বা ভিজিটরকে মোটিভেট করে প্রোডাক্ট বিক্রি করতে হবে ।


কিভাবে শুরু করবেন?


জানলাম কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করতে হয় । এখন কথা হচ্ছে শুরু করবো কিভাবে ? এবং কি কি লাগে ? 


প্রথমেই আপনাকে বলি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে আপনার প্রয়োজন হবে একটা ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেল । প্রথমে আপনাকে আপনার ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেলে পোষ্ট এবং ভিডিওর মাধ্যমে ভিজিটর আনতে হবে ।


এরপর আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক ব্যবহার করতে চান তা থেকে প্রোডাক্ট বাছাই করতে হবে । এরপর অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কতৃক প্রদানকৃত পণ্য সমূহ আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে বসাতে হবে । এরপর ভিজিটর আসবে এবং তার যদি আপনার বাছাইকৃত প্রোডাক্টে ক্লিক করে সেটি ক্রয় করে তবে আপনি কমিশন পেয়ে যাবেন ।


অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিছু প্রয়োজনীয় এবং কার্যকরী টিপস্...


অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রচুর অর্থ আয় করতে পারবেন ।  কিন্তু এতে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে । তবে মন দিয়ে কাজ করলে আপনিও আপনি সফল হবে পারবেন । আয় করতে পারবেন চাহিদা অনুযায়ী । 


অনেকে হয়তো মনে করতে পারেন রাতারাতি সফল হতে পারবেন । আসলে ব্যপারটা তেমন নয় মোটেও । আপনাকে মন দিয়ে কাজ করতে হবে । বাজার চাহিদা বুঝতে হবে । আসলে মানুষ কি চায় তা বুঝতে হবে, জানতে হবে । আর আপনাকে আপডেট থাকতে হবে ।


নিম্নে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু টিপস শেয়ার করা হলোঃ


Niche খুঁজুন 

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে Niche বাছাই একটি গুরুত্বপূর্ণ পার্ট। কেননা সঠিক Niche বাছাই এর মাধ্যমে আপনার সফলতা নির্ভর করে। সঠিক Niche এ ওয়েব সাইট তৈরি করতে পারলেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সফল হতে পারবেন। এখন আপনি কোন Niche নিয়ে ব্লগ লিখবেন?


Niche বাছাইয়ের ক্ষেত্রে আনাদের খেয়াল রাখতে হবে ঐ Niche নিয়ে কতজন কাজ করতেছে। তাদের লেখা গুলো কেমন তা আপনাকে ফলোআপ করতে হবে। আর চেষ্টা করতে হবে যেন আপনার আগে থেকে যারা কাজ করতেছে তাদের থেকে আপনার লেখা গুলো ভালো হয়। তবেই আপনার ব্লগ র্যাংক করবে আপনার সেল বৃদ্ধি পাবে।

 

আপনি একটা ব্লগ তৈরি করলেন এবং র্যাংক করালেন। আপনার প্রচুর ভিজিটর আসছে কিন্তু সেল অনেক কম। তার মানে হবে আপনি ভূল Niche  নিয়ে কাজ করছেন।  আরো সহজ করে বলি।  আপনি ব্লগ তৈরি করলেন হেল্থ নিয়ে কিন্তু আপনার প্রমোট করা প্রোডাক্ট হচ্ছে মোবাইলের। 


তাহলে ব্যপার কেমন হলো। আপনার Niche যদি হয় হেল্থ তাহলে আপনাকে হেল্থ রিলেটেড প্রোডাক্ট নির্বাচন করতে হবে।  হেল্থ ব্লগে আপনি বিভিন্ন প্রোটিন, জিম প্রোডাক্ট প্রমোশন করলে ভালো রেজাল্ট পাবেন। কেননা হেল্থ সম্পর্কে জানতে এসে কেউ মোবাইল কিনবে না। 


এখানে আরো একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রমোট করা প্রোডাক্ট যেন নামি কোন কোম্পানির হয়। তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। 


অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নির্বাচন


অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন হলো আপনি প্রোডাক্ট সেল করলেন আপনার কমিশন নিয়ে কোম্পানি পালালো তাহল ব্যপার কেমন।


আবার আবার সব প্রোডাক্ট সব কোম্পানি সেল দেয়না। আপনাকে জানতে হবে কোন কোন কোম্পানি হতে বেশি সেল হয়। আবার অনেকে একাধিক নেটওয়ার্কে জয়েন করে একই ব্লগে একাধিক পন্য শেয়ার করে সেটাও ভূল।


আপনি একটি ভালো রিলায়েবল নেটওয়ার্কে জয়েন করে  কাজ করুন ভালো রেজাল্ট পাবেন। নিচে জনপ্রিয় কিছু নেটওয়ার্ক উল্লেখ করা হলোঃ

Amazon Associates

ClickBank

Commission Junction

ShareASale

eBay

MaxBounty

ClixGalore

PeerFly

LinkShare


গবেষণা

হ্যা আপনি ঠিকই পড়েছেন। আপনাকে পন্য নিয়ে প্রচুর গবেষণা করতে হবে। ইভেন আপনার ইনকাম শুরু হাওয়ার পরেও আপনাকে গবেষণা চালিয়ে যেতে হবে।  অবশ্য সেটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। 


আপনাকে নির্ধারণ করতে হবে আসলে আপনি কি ধরনের পন্য প্রমোট করতে চান? সেই পন্য নিয়ে আরো কতোজন কাজ করে। আপনার টার্গেটেড কান্ট্রিতে ঐ পন্যের চাহিদা কেমন ইত্যাদি। এখানে শুধু কমিশনের পরিমাণ দেখলে হবেনা।আপনাদের দেখতে হবে সেল কেমন জেনারেট হচ্ছে। আর এই বিষয় গুলোর দিকে নজর দিয়ে কাজ করতে পারলেই আপনি সফল হবেন।


অধিক প্রচার


হয়তো আপনার ব্লগে প্রচুর ভিজিটর।  তারপরও আপনাকে আপনার প্রচার চালাতে হবে। কেননা প্রচারেই প্রসার। এৃমন অনেক হয়েছে গুগলে র্য্যাং করা ব্লগ মাসে ৫০/৬০ হাজার টাকা ইনকাম হতো হটাত র্য্যাংক হারিয়ে ইনকাম জিরু হয়ে গেছে। তাই আপনার সাথে এমন যেনো না হয় সেই বিষয়ে দৃষ্টি দিতে হবে।


ধরুন আপনার ব্লগে মাসে ২০/৩০ হাজার ভিজিটর আসে। আপনি যদি আপনার ব্লগকে বিভিন্ন মাধ্যমে প্রমোট করতে পারেন। তবে সেটা ৫০/৬০ হাজার বা ১ লক্ষও বানানো সম্ভব। তাই সেটা ফ্রী বা পেইড যেকোনো উপায়ে আপনার ব্লগকে প্রমোট করতে হবে।


ফ্রী ট্রাফিক জেনারেশন

নতুনদের জন্য শুরুতে পেইড অ্যাড প্রমোশনের সুযোগ কম থাকে তাই আপনার বাজেট যদি না থাকে তবে ফ্রীতে আপনার সাইটে ট্রাফিক আনতে পারেন। তার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।


আপনার Niche এর সাথে মিল রেখে বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করে সেখান থেকে ট্রাফিক আনতে পারেন। বিভিন্ন ফোরাম পোস্টিং করেও ট্রাফিক আনতে পারেন। 


কোয়ালিটিকে আমরা অনেকে গুরুত্ব দেই। আমাদের সানগ্লাস থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত আমরা কোয়ালিটি সম্পন্য চাই। ঠিক তেমনি ভাবে আমাদের ব্লগে পাবলিক হওয়া কন্টেন্ট গুলোকে কোয়ালিটি সম্পন্য করা অনেক জরুরি।  কেননা সার্চ ইঞ্জিনে শুরুমাত্র কোয়ালিটি কন্টেন্টকেই আগে রাখে।


আর ভিজিটর যদি আপনার ব্লগ পোষ্ট পড়ে কনভেন্স না হয় তবে আপনার সেলও জেনারেট হবে না। তাই আগে আপনার কন্টেন্ট এর প্রতি নজর দিতে হবে।


আপডেট থাকুন

আগেই বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনাকে আপডেট থাকতে হবে। গুগলে আমাদের ব্লগ র্য্যাংক করানো আমাদের প্রথম কাজ। গুগল তাদের অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে তারা কীভাবে র্য্যাংক দেয়। 


আপনি হয়তো জানেন গুগলের অ্যালগরিদম সম্পর্কে কিন্তু গুগল তা যে কোন সময় পরিবর্তন করতে পারে। এ জন্যই আপডেট থাকতে বলা হয়। আবার ধরুন এক ধরনে প্রোডাক্ট আপনি সেল করেন।  কিন্ত মার্কেটে সেইম প্রোডাক্ট অন্য কোম্পানির টা ভালো চলে সেদিকে আপনাকে নজর দিতে হবে। প্রয়োজনে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারেন।


অডিও ভিডিও

আজকাল অডিও বা ভিডিও রিভিউ অনেক জনপ্রিয়।  তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার পোষ্টে  অডিও অথবা ভিডিও সংযোজন করা। এতে কারে আপনার সেল বুস্ট হওয়ার চান্স বেড়ে যায়। আপনার সব সময় নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যেতে হবে


ইমেইল মার্কেটিং

আপনার চেষ্টা করতে হবে কাষ্টমার বা ভিজিটর হতে ইমেইল সংগ্রহ করা। কেননা পরবর্তীতে আপনি নতুন কোনো প্রোডাক্ট ইমেইলের মাধ্যমে প্রোমোট করতে পারবেন। এতে করেও আপনার সেল বৃদ্ধি পাবে।


আপনার প্রেরনকৃত ইমেইল হবে হবে ক্যাচি। যাতে করে গ্রাহক আপনার ইমেইল পড়তে বাধ্য হয়। এতে করে যেটা হবে আপনার সাইটের ইমপ্রেশন বাড়বে সেলও বাড়বে।


বিভিন্ন অফার সম্পর্কে আপনার ভিজিটরকে অবহিত করুন। তারা ফ্রিতে বিভিন্ন প্রোডাক্ট যেনো পায় সেই ব্যাপারে আপনাকে সচেষ্ট থাকতে হবে। এতে করে আপনার ব্লগের প্রতি কাস্টমার রিলায়াবলিটি তৈরি হবে।


ফোরামে যোগ দিন

অবলাইনে বিভিন্ন ফোরাম আছে যেখানো মার্কেটিং নিয়ে আলোচাকরা করা হয়।  সেগুলোতে আপনি জয়েন করুন। অভিজ্ঞদের প্রশ্ন করুন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। গ্রুপ গুলোতে অনেক হেল্পফুল পারসন পাবেন য়ারা আপনাকে সাহায্য করবে।


অনলাইনে অনেক গ্রুপ পাবেন তার মধ্যে অন্যতম হলো এবেস্টওয়েব, ওয়ারিয়র,ডিজিটাল পয়েন্ট ইত্যাদি। আপনি এই গ্রপ গুলোতে জয়েন করে নিয়ে কাজ শুরু করতে পারেন।


সব শেষে বলতে চাই মন দিয়ে কাজ করুন সফলতা আসবেই। অল্পতেই মন খরাপ করা চলবেনা। আপনাকে বুঝতে হবে এটাও একটা কাজ। আর যেদিন ইনকাম শুরু হবে ঠিক তখনি আপনার কাজের সার্থকতা আসবে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad