{ads}

Type Here to Get Search Results !

What is SEO? How to do new website SEO?

0

আমাদের আজকের পোষ্ট SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যারা ব্লগিং করি তারা এই শব্দের সাথে বহুল পরিচিত। আর যারা নতুন ব্লগিং যোগ দিতে চাচ্ছেন তারাও হয়তো শুনে থাকবেন। SEO হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাংকিং করার মাধ্যমে ব্লগে ট্রাফিকের পরিমান বৃদ্ধি করা।


SEO
এসইও আসলে কি? ( What is SEO?) 


 এসইও আসলে কি? ( What is SEO?) 


SEO হচ্ছে মূলত একটা পদ্ধতি।  যার মাধ্যমে আপনার ব্লগের পেজ কে বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্য্যাংক করানো হয়। তবে বর্তমানে ব্লগারা গুগলকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। কেননা মানুষ এখন গুগল সার্চই বেশি করে থাকে।


যদি সহজ করে আপনাদের জন্য বলি এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন। যার মাধ্যমে আপনারা আপনাদের ব্লগ বা ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজে আনতে পারবেন।


সার্চ ইঞ্জিন কি? ( what is Search Engine?)


সার্চ ইঞ্জিন  হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে ইন্টারনেট থেকে সহজে কোনো কিছু খুঁজে বের করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে এটা কাজ করে কিভাবে? সেই প্রশ্নপর উত্তর ও আপনাদের দেয়ার চেষ্টা করবো।


জনপ্রিয় ১০টি সার্চ ইঞ্জিন গুলো হলোঃ


1. Google.
2. Microsoft Bing.
3. Yahoo.
4. Baidu.
5. Yandex.
6. DuckDuckGo
7. Ask.com.
8. Ecosia.
9. Aol.com.
10.Internet Archive.


সার্চ ইঞ্জিন মূলত কাজ করে তাদের সার্চ বটের মাধ্যমে। আপনার ইন্ডেক্সি করা ব্লগ বা ওয়েব সাইটের ডাটা সার্চ ইঞ্জিন গুলো সংগ্রহ করে রাখে। পরবর্তীতে কেউ ঐ তথ্যের জন্য সার্চ দিলে সার্চ ইঞ্জিন তা সহজেই প্রদর্শন করে থাকে।


যদি এমন হয় একই তথ্য একাধিক ওয়েব সাইটে থাকে তখন কি হবে? হ্যা সে বিষয়ে আপনাদের ক্লিয়ার করবো। যদি তেমনটা হয় তবে যে ওয়েব সাইটের তথ্য সঠিক সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে এবং সেটা বিস্তারিত ভাবে লেখা হয়েছে। দেখতে এবং পড়তে সুবিধা হয় সেই পোষ্ট সার্চ প্রথমে প্রদর্শন করে থাকে আর এই যে আপনি সাজিয়ে গুছিয়ে রাখলেন এই প্রসেসটাকে বলা হয় SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।


এসইও কত প্রকার ও কি কি?


এসইও মূলত ২ প্রকারঃ

১. অর্গানিক এসইও।
২. পেইড এসইও।


অর্গানিক এসইও আবার ২ প্রকারঃ

১. অনপেজ এসইও।
২. অফপেজ এসইও।


অর্গানিক এসইও মূলত আমরা আমাদের ব্লগ বা ওয়েব সাইটে করে থাকে। আর এটিই মূলত মেইন এসইও। আর পেইড এসইও হচ্ছে যে এসইওর জন্য সার্চ ইঞ্জিনকে আপনার টাকা দিতে হবে। আমরা অনেক সময় দেখে থাকি সার্চ রেজাল্ট এর পাশে ছোট করে ad লেখা থাকে মূলত ঐ গুলাই পেইড এসইওর কাজ।


অনপেজ এবং অফপেজ এসইও কি?


অনপেজ এসইও বলতে আপনার বুঝতে হবে আপনার ওয়েব সাইট বা ব্লগ তৈরি শুরু করে আর্টিকেল লেখা এর সব গুলোই হচ্ছে অনপেজ কাজ। আর এখানে এসইও গাইডলাইন ফলো করে কাজ করাই হচ্ছে অনপেজ এসইও।


আর অফপেজ হচ্ছে আপনার ওয়েব সাইট এর বাইরের কাজ। অর্থাৎ আপনার ওয়েব সাইটের বিজ্ঞাপন, ওয়েব লিংক শেয়ার,ব্যাক লিংল ইত্যাদি হচ্ছে অনপেজ এসইও। 


এসইও আবার ২ ভাবে করা যায়ঃ

১. হোয়াইট হ্যাট।
২. ব্ল্যাক হ্যাট।


হোয়াইট হ্যাট এসইও মূলত সার্চ ইঞ্জিন গুলোর সকল গাইডলাইন এবং নির্দেশনা মেনে করা হয়ে থাকে। এখানে কোনো রকম কারচুপির করা হয়না। কিন্তু ব্ল্যাকহ্যাট এসইওতে অনেক কারচুপি এবং মেনোপোলশন করা হয়। যদিও বর্তমানে সার্চ ইঞ্জিন গুলোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিষয় গুলোকে ধরে ফেলে।


নতুন ওয়েবসাইটে এসইও কিভাবে করতে হয়?


আসলে এসইও বিষয়টা এতো বিশাল যে শুধুমাত্র একটা পোষ্ট করে আপনাদের বুঝানো যাবেনা। কেননা এসইও হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম নিয়ে কাজ করতে হয়। তাই যখন যখন সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম পরিবারের আসে তখন আবার নতুন কৌশল অবলম্বন করতে হয়। তবে বেসিক কিছু কমন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। 


বেসিক এসইও


প্রথমেই আপনাদের যে কাজ করতে হবে সেটি হলো

বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনাদের ওয়েবসাইট বা ব্লগকে সাবমিট করা। এবপর গুগল অ্যানাল্যাটিক্সে সাইট ভেরিফাই করে নিতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন তবে Yoast SEO নামের একটা প্লাগিন আছে সেটা ইনস্টল করে নিতে পারেন।


কিওয়ার্ড রিসার্চ 


এসইও তে মূল অস্ত্র হলো কিওয়ার্ড। কারন কিছু ভালো কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের ট্রাফিক ২গুন ৩গুন করে দিতে পারে। আপনি যে বিষয় নিজেকে কাজ করতে চান তার উপর কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে।


লো কম্পিটিশন কিন্তু সার্চ ভলিউম ভালো এমন কি-ওয়ার্ড নিয়ে কাজ করলে দ্রুত র্য্যাক করা যায়।কি-ওয়ার্ড রিসার্চের জন্য আপনারা গুগলের কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন। অথবা  অভিজ্ঞদের সাহায্য নিতে পারেন।


অনপেজ SEO


আগেই বলেছি অনপেজ SEO হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরের বিষয়।  এখন আপনাকে চেষ্টা করতে হবে যেনো আপনার পোষ্টের লিং ছোট হয়। টাইটেল এবং লিংকে যেনো কি-ওয়ার্ড থাকে। আবশ্যই আপনকে h1,h2,h3 এই ট্যাগ সমূহ ব্যবহার করে সুন্দর একটা পোষ্ট তৈরি করতে হবে।


আপনার পোষ্টে এবং ইমেজকে অপ্টিমাইজড করে নিতে হবে। পোস্টের প্রয়োজন অনুসারে বিভিন্ন লিংক যুক্ত করে নিতে পারেন।


প্র্যাকটিক্যাল এসইও


প্রথমেই আপনার দেখে নিতে হবে আপনার ব্লগ বা ওয়েব সাইট রেসপনসিভ কি না। সাইট অবশ্যই রেসপনসিভ এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এরপর গুগলের সার্চ কনসোল ব্যবহার করে বিভিন্ন এরোর শনাক্ত করে নিতে হবে।ব্রোকেন লিংক থাকলে তা ঠিক করে নিতে হবে।


কন্টেন্ট লেখার পদ্ধতি 


আপনারা হয়তো ব্লগারদের মুখে শুনে থাকবেন কন্টেন্ট ইজ কিং। হ্যা আসলেই তাই। আপনার কন্টেন্ট যতো ভালো হবে আপনার র্যাক করার পসিবলিটি ততো বেড়ে যাবে।তাই সুন্দর এবং৷ সাবলীল ভাবে বড় করে কন্টেন্ট লিখলে ভালো হয়।


ব্যাকলিংক তৈরি


ব্যাকলিং মূলত অফপেজ এসইওর মধ্যে পড়ে। ভালো ব্যাকলিং আপনার সাইট র্যাংকিংয়ে সহায়ক। এর জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে গেস্ট পোষ্ট, বিভিন্ন ফোরাম পোস্টিং, কমেন্টে লিং দেয়া, লুস্টিংয়ে অ্যাড হওয়া ইত্যাদির মাধ্যমে আপনারা ব্যাকলিং তৈরি করতে পারেন। 

পরিশেষে বলতে চাই এই কাজই শেষ নয়। এসইও একটি চলমান প্রকিয়া। এটি নিয়ে নিয়মিত কাজ করতে পারলে তবেই আপনি ভালো কিছু পেতে পারেন।

 ধন্যবাদ

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad