{ads}

Type Here to Get Search Results !

How to generate traffic for CPA Offer?

0

আপনি যদি CPA Marketing সম্পর্কে নূন্যতম ধারনা রাখেন তবে আপনি ট্রাফিক বা ভিজিটর সম্পর্কে অবগত আছেন। 

প্রকার ভেদে ট্রাফিক এবং এর চাহিদার ভিন্নতা রয়েছে সিপিএ নেটওয়ার্ক গুলোতে।

এই পোস্টে আজকে এই ট্রাফিক বা ভিজিটর কি?  CPA Network গুলো কোন কোন সোর্স থেকে ট্রাফিক গ্রহন করে করে থাকে সে সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেয়ার চেষ্টা করবো।

Thumbnail
How to generate Traffic for Cpa offer


Traffic বা ভিজিটর আসলে কি?

এই বিষয়ে আমরা কম-বেশি সকলেই জানি। তারপরেও বলে রাখি ট্রাফিক বলতে আমরা বুঝি কোন ব্যক্তি যদি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে তবে তিনি ঐ ওয়েবসাইটের ভিজিটর। অর্থাৎ আপনার ওয়েব সাইট বা আপনার ল্যান্ডিং পেজের ভিজিটর গুলোকে আপনি ট্রাফিক বলে সম্বোধন করতে পারবেন।


ট্রাফিক কিভাবে জেনারেট করা হয়?

ট্রাফিক নানা ভাবে আমরা জেনারেট করে থাকি। আমাদের ব্লগকে গুগলে র্যাংক করিয়ে তার মাধ্যমে আমরা অর্গানিক ট্রাফিক জেনারেট করে থাকি। 

আবার বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে আমরা ফ্রি-তেও ট্রাফিক জেনারেট করে থাকি। ফ্রী বলার করন হচ্ছে পেইড ট্রাফিকও হয়ে থাকে।

কিভাবে এসইওর মাধ্যমে ফ্রী ট্রাফিক জেনারেট করবেন তা জানতে এই পোষ্ট পড়ুনঃ What is SEO? How to do new website SEO?

আপনাকে ট্রাফিক সম্পর্কে ধারনা রাখতেই হবে অন্যথায় আপনি কোন ভাবেই এই সেক্টরে গ্রো করতে পারবেন না।

ট্রাফিক কে  আমারা দুই ভাগে ভাগ করতে পারিঃ

১। ফ্রি ট্রাফিক। 
২। পেইট ট্রাফিক। 

ফ্রি ট্রাফিক 

সহজ ভাবে বলতে গেলে ফ্রি ট্রাফিক যেখানে আপনার কোন অর্থ ব্যয় করে হবে অর্থাৎ বিনামূল্যে যে ট্রাফিক জেনারেট করা হয় তাকে আমারা ফ্রি ট্রাফিক বলে থাকি। 

তবে এখানেও একটা কথা আছে। আসলে দুনিয়াতে কোন কিছুই ফ্রি হয়না। হ্যা আনাকে অর্থ খরচ হয়তো করতে হবে না কিন্তু শ্রম এবং সময় খরচ ঠিকই করতে হবে।

ফ্রি ট্রাফিক সম্পর্কে আরেকটু বলি ফ্রি মানে ফ্রি। আর ফ্রি ট্রাফিক বেলাই একই। কেনা CPA Marketing এ এর কনভারসন অনেক কম। যেহেতু এটা ফ্রি তাই এই কম বলাটা বোকামি। 

পেইড ট্রাফিক 

আগেই বলেছি সিপিএ নিয়ে কাজ করতে হলে আপনাকে ট্রাফিক সম্পর্কে জানতে হবে। আপনি ফ্রিতে ট্রাফিক হয়তো নিতে পারেন তাতে রেজাল্ট ভালো না হওয়ার করন হচ্ছে এই ট্রাফিক গুলো আসলে টার্গেটেড না বা রিয়েল টাইমে এদের টার্গেট করা যায় না।

তাই আমারা পেইড ট্রাফিক বেশি প্রিফার করে থাকি। কেননা পেইড ট্রাফিক গুলো হয় টার্গেটেড এবং রিয়েল টাইম ট্রাফিক।  এতে করে কনভারসন ভালো হয়। পেইড ট্রাফিক জেনারেশন নিয়ে পরবর্তীতে একি বিস্তারিত পোস্ট লিখনো ইনশাআল্লাহ। 

CPA Network কোন ধরনের Traffic গ্রহন করে?

CPA Network ভেদে Traffic গ্রহনেরও  ভিন্নতা আছে।একেক নেটওয়ার্ক বা অফার একেক ধরনের ট্রাফিক গ্রহন করে থাকে। কি ধরনের ট্রাফিক তাদের চাহিদা থাকে তার কিছু উদাহরণ নিচে দেয়া হলোঃ

ইমেইলের মাধ্যমেঃ এখানে আপনাকে বুঝতে হবে যদি বলা হয় আপনাকে ইমেইলের মাধ্যমে লিড নিয়ে আসতে হবে তার মানে আপনি আর অন্যান্য বিকল্প সোর্স থেকে ডিল জেনারেট করতে পারবেন না। যদি চেষ্টা করেন বা জেনারেট হয়ও সেটা কাউন্ট করা হয়ে না।

এক্ষেত্রে আপনাকে ল্যান্ডিং পেজকে ইমেইলের মাধ্যমে প্রমোট করতেই হবে। বলে রাখা জরুরি যে সিপিএ নেটওয়ার্ক গুলোর ট্র্যাকিং সিস্টেম অনেক উন্নত তাই এখানে ছলচাতুরির কোনো সুযোগ নেই।

সোসাল নেটওয়ার্কিং

সোসাল নেটওয়ার্কের মাধ্যমেও আপনাকে লিড জেনারেট করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে একই নিয়ম ফলো করতে হবে।

ফ্রি বা পেইড অ্যাড এর মাধ্যমে 

এটা সরাসরি আপনাকে নাও বলতে পারে তবে আপনাকে বলতে পারে বা নির্দিষ্ট কিওয়ার্ড দিতে পারে যার মাধ্যমে আপনাকে লিড আনতে হবে। যেহেতু আপনাকে কিওয়ার্ড দেয়া হয়েছে তার মানে আপনাকে অ্যাড রান করেই আনতে হবে। হতে পারে ফ্রি অথবা পেইড।

পরিশেষে উপরের কোন মাধ্যম বা কোন মাধ্যম বলা না থাকলে আপনি সরাসরি যেকোন মাধ্যমে ট্রাফিক এনে লিড জেনারেট করডে পারেন।

আশাকরি আমার আজকের পোস্ট আপনাদের কাজে লাগবে। এমন আরো তথ্যবহুল পোস্ট আমার সাইটে রয়েছে পডে নিতে পারেন। পরবর্তীতে এমন আরো পোস্ট দেয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ 


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad