{ads}

Type Here to Get Search Results !

দুই হাজার বা এর থেকে কম দামের ৫টি Headphone

0

গান শোনা মূভি দেখা এবং গেমস্ খেলা বর্তমানে বিনোদনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর এই বিনোদনকে নিখুঁত করতে নিখুঁত অডিও এক্সপেরিয়েন্সের কোনো বিকল্প নেই। আর এইজন্যে আমরা হেডফোন ব্যাবহার করে থাকি। আজকের পোষ্টে বাংলাদেশ পাওয়া যায়। 

দুই হাজার বা এর থেকে কম দামের ৫টি Headphone নিয়ে আলোচনা করবো।

দুই হাজার বা এর থেকে কম দামের ৫টি Headphone
Headphone




হ্যাভিট এইচভি-এইচ ২১৬৮ ডি

হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। ৮.২ ফুট তারযুক্ত হেডফোনটির শব্দের তীব্রতা ১০৫ ডেসিবেল। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ টাকা।তারযুক্ত ইউএসবি পোর্টসহ দুইটি পোর্ট থাকায় হেডফোনটি গেমারদের কাছে বেশ জনপ্রিয়।

রেডরাগন এইচ ১২০

৬.৫ ফুট তারযুক্ত ৪০ মিলিমিটারের সিঙ্গেল পোর্ট সুবিধার হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ।ওডি ৩.৫ অডিও জ্যাক সুবিধার হেডফোনটির মাইক্রোফোনও বেশ উন্নত মানের।শব্দের তীব্রতা স্পিকারে ১০৩ ডেসিবেল।এক বছরের ওয়ারেন্টি সহ হেডফোনটির দাম হচ্ছে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৯০ টাকা।

হ্যাভিট এইচ ২৫৭৫ বিটি

 ব্লুটুথ সুবিধার হেডফোনটি মুঠোফোন বা কম্পিউটার থেকে ১০ মিটার দূর পর্যন্ত ব্যবহার করা যায়।২৫০ এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। ওজনও বেশ কম, মাত্র ১৫৯ গ্রাম।৩.৫ মিলিমিটার সিঙ্গেল পোর্ট সুবিধার হেডফোনটির স্পিকার ফ্রিকোয়েন্সি ২০ মেগা হার্ডজ থেকে ২০ কিলোহার্টজ।এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ৪৩০ টাকা।

এফোরটেক এফএইচ ২০০ আই

৬ ফুট তারযুক্ত হেডফোনটির শব্দের তীব্রতাও বেশ ভালো, স্পিকারে ১০০ এবং মাইক্রোফোনে ৪৪ ডেসিবেল।৩.৫ মিলিমিটার সিঙ্গেল পোর্টের এফোরটেক এফএইচ ২০০ আই হেডফোনটির ফ্রিকোয়েন্সি স্পিকারে ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ এবং মাইক্রোফোনে ১০০ মেগাহার্জ থেকে ১০ কিলোহার্টজ।এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৫০ টাকা।

রাপো এইচ ১২০

এইচডি ভয়েস কল সুবিধার হেডফোনটিতে মাইক্রোফোনও নিয়ন্ত্রণ করা সম্ভব।ইউএসবি পোর্ট সুবিধার ৪.৯২ মিটার তারযুক্ত হেডফোনটিতে অডিও আউটপুট সুবিধা থাকায় স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়।দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১২৫ থেকে ১ হাজার ৩২০ টাকা।

Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad