{ads}

Type Here to Get Search Results !

রেডমি সিরিজের নতুন স্মার্টফোন Redmi 10c

0

রেডমি সিরিজের নতুন স্মার্টফোন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি শাওমি।

Redmi 10c

রেডমি ১০ সিরিজের সবশেষ সংযোজন রেডমি ১০সি হতে যাচ্ছে ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায়।রেডমি ১০সি ডিভাইসে রয়েছে একটি বড় মাপের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ ডুয়াল-ক্যামেরা সেটআপ।

ডিভাইসটিতে দেওয়া হয়েছে ব্লকবাস্টার ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর।রেডমি ১০সি ফোনটিতে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রয়ুক্তির অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ৬.৭১ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লেতে, যাতে থাকছে ১৬৫০x৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৩ দেওয়া হয়েছে।

ডিভাইসে দেওয়া হয়েছে শক্তিশালী ডুয়াল রিয়ার ক্যামেরা।যা সহজে স্টেলার ছবি ধারণ করতে দেয়।রেডমি ১০সি ফোনটিকে সারাদিন নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি।

রেডমি ১০সি ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে।গ্রাফাইট গ্রে, ওশান ব্লু ও মিন্ট গ্রিন।

স্মার্টফোনটির দাম ৪+৬৪জিবি ১২ হাজার ৯৯৯ টাকা এবং ৪+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad