{ads}

Type Here to Get Search Results !

How To Earn From CPA Digital Marketing In Bangladesh

0

How To Earn From CPA Digital Marketing In Bangladesh 


CPA Digital Marketing সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। এর মাধ্যমে হাজার হাজার টাকা ইনকামের গল্পও শুনেছি। কিন্তু আসলেই কি CPA Digital Marketing করে হাজার হাজার টাকা ইনকাম করা যায়? আমাদের আজকের পোষ্টে আপনাদের ধারনা দেয়ার চেষ্টা করবো। কিভাবে আপনিও CPA Digital Marketing এর মাধমে ইনকাম করতে পারেন।

How To Earn From CPA Digital Marketing In Bangladesh
How To Earn From CPA Digital Marketing In Bangladesh 


CPA এর পূর্ণরুপ হলো Cost Per Action. CPA Digital Marketing শেখার অনেক কোর্স রয়েছে যে গুলো ফ্রিতেই আপনি ইউটিউবে পেয়ে যাবেন। CPA Digital Marketing করার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কেননা CPA Digital Marketing করে আপনিও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এর মাধ্যমে অনেক জালিয়াতিও হয়। তো চলুন জেনে নেই CPA Digital Marketing ভালো মন্দ দিক গুলো। 


What Is CPA Marketing ( সিপিএ মার্কেটিং কি)


আপনাদের আগেই বলা হয়েছে CPA এর পূর্ণরুপ হলো Cost Per Action। অর্থাৎ এখানে আপনাকে প্রতিটি কাজের জন্য পেমেন্ট করা হবে। আর কাজ গুলো সাধারণত ছোট ছোট কাজ হয়ে থাকে। উদাহরণ স্বরুপ আপনাদের বলি কোন সাইটে ইমেইল সাবমিট,সাবস্ক্রিপশন করানো, পোষ্টাল কোড সাবমিট, ফর্মপূরন করানো ইত্যাদির মাধমে ইনকাম করা যায়।


CPA Digital Marketing মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অংশ। তবে এটি অ্যাফিলিয়েট হতে অনেক সহজ।


কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করতে পারবেন সেই সম্পর্কে আমাদের একটা পোষ্ট আছে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।


>> How to make money from affiliate marketing in Bangladesh ( A2Z guidelines)


যেখানে অ্যাফিলিয়েটে প্রোডাক্ট সেল করার পর কমিশন দেয় সেখানে CPA Digital Marketing এ শুধুমাত্র সাইনআপ, ইমেল সাবমিট এর মতো ছোট ছোট কাজ করে ০.১০ থেকে ১০ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব।  আরো অনেক ধরনের কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন।


CPA Digital Marketing শিখতে কি কি লাগে?


CPA Digital Marketing এ কাজ করতে হলে আপনাকে প্রতিদিন ৪-৫ ঘন্টা কাজ কারার মানসিকতা তাকতে হবে। আর থাকেতে হবে ভালো মানের ইন্টারনেট সংযোগ, একটা কম্পিউটার, একটা ওয়েব সাইট।


কিভাবে ফ্রিতে একটি ব্লগ তৈরি করবেন সেই সম্পর্কে আমাদের একটা পোষ্ট আছে নিচের লিংক হতে দেখে নিতে পারেন।


>> How To Earn Money By Blogging In Bangladesh (A2Z Guideline)


আপনার আরো প্রয়োজন হবে একটা বিশ্বস্ত CPA নেটওয়ার্কের সাইটের একটা একাউন্ট। এখানে আমি বিশ্বস্ত বললাম এই কারনে এই সেক্টরে অনেক সাইট আছে যারা স্ক্যাম করে থাকে। এমন অনেক সাইট আছে যারা প্রচুর কাজ করায় কিন্তু তাদের রেট অনেক কম। আবার অনেক সাইটে রেট বেশি কিন্তু পেমেন্ট দেয় না।


কয়েকটি ভালো মানের সিপিএ নেটওয়ার্ক হলোঃ-


 ★ Adworkmedia.
 ★ CPA grip.
 ★ CPA Lead.


এই সকল সাইটে আপনারা কাজ করতে পারেন।  সিপিএ নেটওয়ার্কে কাজ করতে হলে দক্ষতার বিকল্প নাই তাই কাজ শুরু করার আগে আপনাকে দক্ষ হতে হবে।


CPA Digital Marketing আসলে কিভাবে কাজ করে?


CPA Digital Marketing মূলত এক প্রকার প্রচারের কাজ। যেমন ধরুন কোন কোম্পানি অনলাইনে বিভিন্ন সেবা দেয়। তাদের প্রচারের দরকার। তারা প্রচারের জন্য সিপিএ নেটওয়ার্কে অ্যাডস্ দিয়ে থাকে। যারা অ্যাডস্ দেয় তাদের বলা হয় Advertiser


এখন এই অ্যাডস গুলো পবলিকের নিকট পৌছে দেয়া এবং গ্রাহককে সেবা গ্রহনে উৎসাহিত করা হচ্ছে পাবলিশার বা মার্কেটারের কাজ। একজন পাবলিশারই হচ্ছে একজন CPA Marker.


PPL কি?


PPL এর পূর্ণরুপ হলো pay per lead. অর্থাৎ আপনি গ্রাহককে একটা সেবা উপস্তাপন করলেন বা তাকে কনভেন্স করলেন কোন একটা সাইটে সাইনআপ করতে। উল্লেখ্য সেটা সম্পূর্ণ ফ্রি সাইনআপ করতে কোনো টাকা লাগবেনা। গ্রাহক সাইনআপ করার সাথে সাথে আপনার একটি লীড সম্পন্ন হলো। এখানে আপনার চুক্তি অনুযায়ী আপনি ০.১০ থেকে ১০ ডলার পর্যন্ত পাওয়া যায় লীড জেনারেশনে।


কিছু টিপস্


CPA Digital Marketing কাজ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। আর এই দক্ষতা আপনি বিভিন্ন প্রতিষ্ঠান হতে কোর্সের মাধ্যমে অর্জন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে প্রতিষ্ঠান থেকে কোর্সটি করবেন তার নাম ডাক কেমন।


কারন একটি ভালো প্রতিষ্ঠান হবে আপনি ভালো মানের দক্ষতা অর্জন করতে পারবেন। আর যদি মনে করেন দক্ষতার কোন দাম নেই তবে মনে রাখবেন সফলতা আপনার পাশ কাটিয়ে চলে যাবে টেরও পাবেন না। আর ইউটিউবে ভালো মানের কিছু ভিডিও আছে দেখে নিয়ে দক্ষতা ঝালাই করে নিতে পারেন।

এই পোষ্ট সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। আরো জানার থাকলে প্রশ্ন করুন উত্তর দেয়ার চেষ্টা করবো


ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad